অনুভবে পাই প্রভু তোমার কলরব
আমার মরন যেন হয় তোমার সাথে
মহা মিলনের উৎসব।
যেন তরী আমার তোমার তীরে ভীড়ে
যেন আলো হয়ে রও বদ্ধ তিমিরে
না পেলে তোমায় ব্যর্থ হবে সব।
দিয়েছ আমায় জন্মে জন্মে তোমার প্রতি টান
জড়িয়ে আছে তোমার বাঁধনে আমার অন্ত:প্রাণ।
আমি পারি কি বুঝতে তোমার ভালবাসা
তুমি ভালবেসে জাগিয়ে দিও আশা
নিথর আমায় আঘাতে করো সরব।
(একটানা কবিতা প্রকাশ করে কিছুটা ক্লান্ত হয়ে গেছি।তাছাড়া সর্বত্র পয়েন্টের ব্যাপারটা বেশ বিরক্তিকর মনে হচ্ছে।আসরে আসলেই মনে হচ্ছে কবিতার প্রতিযোগিতায় নেমেছি।তাই একটু অবকাশ ও পয়েন্ট সিস্টেমে নিজেকে পিছিয়ে দেবার জন্য এখন থেকে সপ্তাহে ২/৩ টার বেশি লেখা দেবনা।যাতে নিজের কাছে নিশ্চিত হতে পারি যে আমি কোন রেস এ নামিনি। আর প্রতিদিন কবিতা দিলে নিজের লেখা নিয়েই ব্যস্ত থাকতে হয় বেশি।ফলে অনেক ভাল কবিতা পড়া থেকে বঞ্চিত হতে হচ্ছে আমাকে।কারন ইদানিং নেটে বসার মত সময় পাচ্ছি খুব কম। তবে নিয়মিত আসব আসরে।আরও বেশি বেশি পড়ার চেষ্টা করব সবার কবিতা।শুভ কামনা)