এখন আমার প্রত্যাখ্যাত হতে ভাল লাগে
এখন আমার ফিরে আসতে ভাল লাগে
কোন কিছু না পেয়ে,
এখন আমার পাওয়ার চেয়ে হারানোতে বেশি আসক্তি।
আমি এখন আমার শত্রু হয়ে গেছি
নিজের বিরুদ্ধে নিজেই করি ষড়যন্ত্র
নিজের চলার পথে নিজেই কাঁটা বিছিয়ে রাখি,
আমি এখন আমার বিরুদ্ধে
প্রচন্ড নিষ্ঠুর হতে শিখেছি।
এখন আমার বঞ্চিত হতে ভাল লাগে
এখন আমি নিজের সাথে প্রতারণা করে
প্রচন্ড আনন্দ পাই
আমি এখন নির্দ্বিধায় নিজের বুকে
ছুরি চালাতে পারি।
এখন আমি নিজেই নিজেকে অভিশাপ দেই
এখন আমি রাতের আঁধারে প্রচন্ড ক্রোধে
নিজেই নিজের টুটি চেপে ধরি,
আমি এখন আমার বিরুদ্ধে যখন তখন
পারমানবিক যুদ্ধের ঘোষনা দেই
আমি এখন নিজের সাথেই করি গুপ্তচরবৃত্তি।
এখন আমি পরাজিত হতে ভালবাসি।
(কাব্যগ্রন্থ:কারাবন্দী আর্তনাদ)