আমার দু:খ গুলোকে বললে তুমি কবিতা
অশ্রুর ভাষাকে নাম দিলে গান
দেখলেনা এই বুকে কত বেদনার বান।
আমিতো চাইনি কবি সম্মান
গীতি ও সুরে ভরাতে এ প্রাণ
কেবল চেয়েছিলাম তোমার দু'হাতের দান।
কন্ঠ ছিঁড়ে বেরিয়ে আসে অগ্নি বিভা
তুমি বল তাকে কি দারুণ প্রতিভা।
আমিতো চেয়েছি তোমার হৃদয়
কি লাভ পেয়ে এ ব্যর্থ বিজয়
সুন্দর তোমার কাছে আমার সিক্ত আঁখি প্রাণ।