বধূ কি অভিমানে মুখ ফিরিয়ে নিলে
মধু পুষ্প বনে কাঁটার আঘাত দিলে
না এই ক্ষনে নিওনা অপরাধ
দেখো আকাশে জ্যোছনা ধোয়া চাঁদ।
দেখ কত দুর হতে হেঁটে এসেছি
এক হৃদয় দিয়ে কত ভালবেসেছি
না এই মনে ঢেলনা বিষাদ।
এক চুমুকে পুরো পেয়ালা করে পান
শূন্য করে রেখনা তার প্রাণ।
দাও মুছে আঁচলে এই ক্লান্তি
যাক সরে জীবনের সব ভ্রান্তি
না চাঁদনী প্রিয়া করনা বিবাদ।