কেউ আসবেনা
কেউ আসবে বলে দেয়নি উড়ন্ত চিঠি
অথচ কার অপেক্ষায়
জানিনা হৃদয় জেগে রয়
দূর পথ পাড়ি দেয় আনমনা চোখ
ঘুমের ভেতর যেন করে দেয় কেউ নির্ঘুম।
জানিনা কেন,
কি সে কারন আমি বলতে পারিনা
মনে হয় এইতো মোবাইলে বেজে উঠবে
তার ইনকামিং টোন
এইতো দরজায় পড়বে টোকা
এখনই কেউ নাম ধরে দেবে ডাক।
নিজের কাছেই আমার কাটেনি বিস্ময়
অহেতুক সাজাই টেবিলে রাখা ফুলদানীটা
দেয়ালে টানানো তৈলচিত্র
ধুয়ে মুছে করি পরিষ্কার
নিবিড় শ্রমে বারান্দার টবে
চাষ করি খয়েরি গোলাপ।
কার জন্য এত আয়োজন
ক্ষণে ক্ষণে দ্বিধা
কার অপেক্ষায় পথের ধারে বেঁধেছি ঘর
সে আমি জানিনা।