হে নীলাঞ্জন,
আমাকে এক ফোটা সমাপ্তির বর্ণ দাও
আমি সূচনার রন্ধ্রে রন্ধ্রে তার আগমনী গাঁথি
কখনও যেন সে পরিণতি নিয়ে আর না ভাবে
বসন্তে হৃদয় ভেঙে গেলে
কোকিলের ডাক শুনে যেন তার কান্নার বাঁধ না খুলে।
পৃথিবীতে এসে যা কিছু হলনা পাওয়া
ক্ষতি নেই কিছু তাতে
যা কিছু হারিয়েছি সূর্যের সাথে চলে
সময়ের ঘর্ষণে খুয়েছে নি:শ্বাসের ধার।
কোথাও পাইনা খুঁজে তাকে
তার সাথে তার বহু দিন ধরে দেখা নেই
কবে এক প্রথম প্রহরে শেষ দেখেছিলাম
কালো কুচকুচে শরীরে হেঁটেছিল আমার ভেতর।
আমি আজ আমার অভাবে ভুগছি দারুণ
বিম্বহীন প্রতিবিম্বের মত অস্পষ্ট ধোঁয়াশায়
থেমে নেই তবু বৃত্তের বেসাতি
দূর হতে সে আরও দূরে চলে যায়
জীবনের উত্তাপে কেবল বাষ্প হয়ে উড়ে যাচ্ছি।
(কাব্যগ্রন্থ:কারাবন্দী আর্তনাদ)