ক্রিকেটে,
যার রান বেশি
            সেই জয়ী
ফুটবলে,
           যার বেশি গোল।

ভালবাসায়—জয় পরাজয়
ঠিক সেভাবে নয়
একজন হেরে গেলে
            দুজনেই হেরে যায়।

জয়ী হয় অদৃষ্ট।