আকাশও মিথ্যে বলে নীলে নীলে

তুমি তো মানুষ এক,বৃক্ষের প্রতিবেশীহীন

ক্ষয়িষ্ণু চাঁদের সীমিত কলঙ্ক প্রত্যাশা করি না।

আমি তো সমুদ্র নই,সমস্ত বিষাদ প্রতিচ্ছবি করে অভিসার হব

নিজস্ব নিয়মে শামুকের মত নিজেকেই করি কারারুদ্ধ--

শ্বেতপাথরের মৃত্যুফলকে আর অশ্রু ফেল না  হিম

হৃদয় শুকিয়ে যাওয়া পুরনো উপমা হয়ে গেছে কবিতায়--

নীলিমা রক্তের ভেতর তোমাকে দিয়েছি মাছের জীবন।