তোমার আমার পায়ের নিচে যে একই মাটি
ভূমিকম্পে তা বুঝলে তো?

বস্তুত কম্পনের আগে

অনেক কিছুই থাকে এমন অজ্ঞাত।

(কাব্যগ্রন্থঃকারাবন্দী আর্তনাদ)