প্রচুর কবিতা পড়লে ও সেগুলো নিজের ভেতর মিশিয়ে নিলে,মাঝে মাঝে নিজের লেখাতেও অবচেতনে তার কিছু হুবুহু বা বক্তব্যে সামান্য পরিবর্তীত হয়ে ঢুকে যায়।
মাঝে মাঝে একটা পঙক্তি লিখতে গিয়ে মনে হয়,কোথায় যেন এমন বা কাছাকাছি কিছু পড়েছি আগে-----অথচ লেখাটি এইমাত্র জাগ্রত হল নিজের ভেতর থেকে!
কবিতায় আত্মীকরণের এই প্রভাবকে আমি হাসিমুখে স্বাগত জানাই।তবে একটু সাবধান,স্বরটা যেন নিজের থাকে।