কেউ কেউ ভালোবেসে শুধু পেতে চায়
এমনতও আছে যার সবই হারায়
ভালবেসে হারানোর নামও ভালবাসা
অনেক চেয়ে না পেলেও থাকে আশা।
চলে যাবে ঠিকানা না রেখে
কি করে হারাবে হৃদয় থেকে
ভালবেসেই মিটাব ভালবাসার পিপাসা।
আমিতো নিজেকে করেছি উজাড়
পথিক পাখির মত নিয়েছি পথের ভার।
দূরে রবে কাছে না এসে
বাঁধবে বাসা অজানা দেশে
দূরে থেকেই মিটাব কাছে থাকার দুরাশা।