তাকে বলেছিলাম

কবিতাই আপনাকে প্রাসঙ্গিক করে রাখবে

সে শক্তি দেখেছি অক্ষরের পেশীবহুল ভাঁজে


তবু রূপের বিজ্ঞাপনে অনাড়ষ্ট সে

সম্পাদকের টেবিলে আছড়ে পড়ে জোড়া ভ্রুর কাজলরাঙা দীঘি.....


তারপর থেকে আমার আয়নায়

তার উজ্জ্বল মুখ শুধুই অন্ধকার দেখে।