পাহাড়ের উপর দাঁড়িয়ে
পৃথিবীকে রেখেছিলাম পদতলে
মূলত উদ্ধত পাহাড় তো
পদানত হওয়ার জন্যই

কখনও অনুষ্ণ দেখে এপিঠ ঘষতে ঘষতে
মুদ্রার ওপিঠে যেও না
জলের নিচে থাকা ভূগর্ভস্থ উত্তাপে
মুহূর্তে অঙ্গার হতে পারে পশমের মুখ

বিস্ফোরণের ভেতরই জন্ম মানুষের
আলোর বেগে ছূটতে থাকা নক্ষত্রে নক্ষত্রে
লেখা আছে--আগুনই তো ছাই এর প্রাণ

ভালোবাসি রোদ ও রক্তে বারুদ
কাদাও পাথর হয় অবরোধে
অণুতে অণুতে ফোটে তীব্র প্রতিরোধ

০৭/০৫/২৪