পাহাড়ের পাদদেশে পড়ে থাকা বেণীতে সর্বদা প্রস্ফোটিত হয়না রূপসীর কাহিনী
শরীরের বাঁক যদিও মনে রাখে কোন কোন সরে যাওয়া আহূত শরীর
খাদ্যাভাসের মত আয়ত্ত করে নেয় মানুষ দীর্ঘশ্বাস একদিন।
কাঁটা নাড়ানো ঘড়ির চেয়েও অধিক সময়জ্ঞান আছে নামহীন পাথরের
সহস্র পঞ্জিকা সেখানে রাখে একটি কমা বা দাড়ি
বাক্য খুঁজে খুঁজে ক্লান্ত হয় তবু পথভ্রষ্ট ইতিহাসের পাতা।
খুঁজিনা তীর্থ আর,অকস্মাৎ স্ফূলিঙ্গ ধারণই অন্ধকারের কীর্তি যখন।
প্রথম শতকের শিশু আর একবিংশের প্রবীণের তেপান্তর একই
একই প্রেক্ষাগৃহে অজস্র সমাপ্তির শেষে আসে আরও এক সমাপ্তির শুরু।
যে গেছে তার সাথে আমিও গেছি,যে নেই তার সাথে আমিও নেই হয়ে আছি।