যখন তাকালাম সৌরমন্ডল অতিক্রম করে গ্যালাক্সিপুঞ্জের দিকে
যখন দেখলাম সবচেয়ে দ্রুতগামী আলো
কচ্ছপের চেয়েও ধীরগতি সম্পন্ন তার ব্যাপ্তির কাছে
তখন হৃদয় নামের বাহনে চড়ে
নিমেষেই তোমাকে পেলাম আরশে আযীমে সমুন্নত
শূন্য থেকে অসীম সর্বত্র তোমার জ্ঞানের মহিমা,কারুকার্যখচিত চিহ্ন
..........সবচেয়ে ভালোবাসার যোগ্য তুমিই
নেবুলার ভেতর সদ্য জন্মানো নক্ষত্র
কিংবা অতিক্ষুদ্র নিউক্লিয়াসেও কি দারুণ করছো নিরবিচ্ছিন্ন রাজত্ব
পর্দা সড়ে গেলে মানুষ যতটা দেখে
আবৃতদের পক্ষে তার কিছুই বোধগম্য নয়
নিশ্চয় প্রত্যেক বিষয়ের উপর তুমি ক্ষমতাবান
৩১ মার্চ ২০২৫
ঈদুল ফিতর