তুমি মাতা, স্বপ্ন আলোর ঝিলিক তোমার অক্ষিতে
তুমি নিচ্ছিদ্র, নির্মল-সরল-নিখুঁত আমার চক্ষুতে;
তুমি নিষ্পাপ, নিত্য অর্বাচীন স্নিগ্ধ-গন্ধা
তোমার স্নিগ্ধ ঘ্রাণ চুষা এই নয়নে, আসে তন্দ্রা।
দুই ফোঁটা অশ্রু যখন চোখ বেয়ে পড়ছে
আজ কিভাবে বুঝাব ‘মা’, তোমার জন্যই কান্না
পৃথিবী যখন নৃশংসভাবে আমাকে দেখতে চেয়েছে
করেছ আপন বক্ষ পেতে ধ্বংস, তাহার অশনা।
সেই ছোট্ট খোকাটির মতন যখন তোমাকে জড়াতে চেয়েছি
তখনি আমার চোখ বেয়ে শত মাইল দূরের অশ্রু ঝরেছে,
তোমাকে কি দেব ভাবতে ভাবতে যখন নিজেকে হারিয়েছি
ছোট্ট চুমো উপহার দিব ঠিক তখনি স্মরণে এসেছে।
আমি জানি, চুমোর পর তুমি খুশিতে হাসবে
তোমার ছেলের অশক্য ভক্তিতে তুমি ভাসবে।
আর তখনি বিনীত হৃদয়ে তোমাকে করব শ্রদ্দধান
তুলিতে তোমার চরণ বুলিয়ে গড়ব নতুন গীতবিতান।