প্রাণ আসলে শুকনো পাতার মতো
মুঠোয় নিয়ে চাপ দিলেই গুঁড়ো,
এমন ধারণাকে আঁকড়ে এগিয়ে যাচ্ছে
পক্ষাঘাতে নুয়ে পড়া মানবিকতা।
যাদের হৃদয়ে এখনও টিমটিম করে
নরম আলো জ্বলছে
তারা নৃশংস দৃশ্যের সামনে দাঁড়িয়ে
কষ্টকে ভাঁজ করতে শিখুক
অথবা দাবানলের মতো ছড়িয়ে দিক
প্রতিবাদী ভাষার তীব্রতা।
আগুনের কথা শুনলে
আদিম যুগের পোড়া মাংসের গন্ধ ছুটে আসে
যখন চারপায়ে হাঁটা প্রাণীর নাম ছিল বনমানুষ।
গায়ে চাকচিক্যময় আধুনিক জামা চাপিয়ে
এগিয়ে যাচ্ছে সভ্যতা
শুধু বুকপকেটে আজও বন্যতা লুকিয়ে রাখা।