অলস কিছু সময়ের ভাঁজে ভাঁজে
মিশে থাকে আদিমতার এক ঝাঝাঁলো ঘ্রাণ।
যে ঘ্রাণের চাদর অসময়েও
জন্ম পোশাকের আবরন হয়,যা ছাড়া
অলস সময় গুলো পরিপুর্ণ নয়।
হয়ত অলস কোন দুপুরে,খররোদের ক্লান্তিতে
আধো চেতন,কিছুটা অবচেতন
হঠাৎ কোন এক স্পর্শ জাগিয়ে দিয়ে যায়,
নেশাকাতর বাকীটা সময় তাকেই যেন চায়।
ঘুম ভাঙ্গা চোখে কিছু খুঁজে,
ডুবন্ত সুর্যের লাল আভাতে
তখনও ঝাঝাঁলো সেই ঘ্রাণ ভেসে আসে।
গা ঝেঁড়ে খুলে আসা চাদরের ভাঁজে ভাঁজে
নিদ্রালু মানসিকতায় সেই স্পর্শ,সময়ের খাঁজে।
জিজ্ঞাসা শুধু একটাই,
কে তুমি???