আমায় ছেড়ে, চলে যেতে,  
মন যদি চায় ...
যেতেই পারো।

চলার পথে, বাধা নয়,
যদিবা আঘাত দাও ...
দুঃখই পাবো।

আমার কষ্ট, তোমার নয়,
ছেড়ে যেতে চাও ...
যেতেই পারো।

নির্দ্বিধায় ছেঁড়া, সম্পর্ক শুধু,
অবহেলায় কাটা দাগে ...
আমারই হোল।

যদি চলে যেতে চাও ......
যেতেই পারো।