শুধু ভালোবাসি তারে, তবু বিরহে অচেতন,
জ্বলে আগুন সুপ্ত হৃদয়ে,
পরিতৃপ্ত ভোজনের ঢেকুর তুলি সারাক্ষণ।
পড়ন্ত যৌবনে, তবুও খূঁজি আলোর রোশন।
দীর্ঘশ্বাসেও জাগে সকরুণ আর্তি প্রতিদিন,
অন্ধকারেই লিপ্ত সুন্দর পৃথিবীটা আজ,
আমার স্বপ্নের চোখে আঁকে গোপন সাজ !
শেষ হয় না অপেক্ষার পালা,
শুধুই দেখি উৎকণ্ঠায়।
অবশেষে বুঝলাম -
আমার যন্ত্রনার কোন ভাগী নেই!
বয়ে যাব শুধু একাই,
শ্মৃতিগূলো জ্বালিয়ে পুড়িয়ে,
মিশে যাবে একদা অসীমেই।