আমার বিদায় মানে, প্রস্থান নয় – বিচ্ছেদেও,
নয়কো বন্ধন ছিন্ন – করা আদ্র রজনী।
অনেক কিছুই থেকে যায় আমারও,
আমিত্বের না থাকা জুড়ে।
চরম সত্যের মুখে নতশির সবাকার,
তবুও জীবন কত সুন্দর।
আকাশ বাতাস নদী পাহাড়,
সবুজের সমারোহে প্রকৃতি সুন্দর।
গ্রীষ্মের দাবদাহে, আজীবন কি বেঁচে রয়!
বিদায় বেলায় ঘন্টা বাজে।
যমদুত এসে দাঁড়ায় দুয়ারে,
সুন্দর পৃথিবীতে চাইলেই কি থাকা যায়!
অজানা গন্তব্যের পথে হটাৎ,
নিজের অজান্তেই চমকে উঠি,
আমার বিদায় বেলা ঘনালো নাকি?
অসমাপ্তের পথে এভাবেই সমাপ্তি হবে......