পাত্র আমি ছিলাম ভাল,
দেখে শুনেই বিয়ে হল,
যৌতুক বাদেই বউ,
শশুরবাড়ি এলো......
রাগ দেখাই ঝগড়া করি,
তবুও আমি ভাল......
পাত্র আমি ছিলাম ভাল,
দেখে শুনেই বিয়ে হল।
মেয়ে হল শশুর এল,
যৌতুকের কথা তুলে,
বুড়ো আঙ্গুল দেখিয়ে দিলে,
যা কিছু হোক করতে হলো,
আজকে আমার সবই এল,
সবার আমি ভাল......
পাত্র আমি ছিলাম ভাল,
দেখে শুনেই বিয়ে হল।
সেদিন যখন একলা রাতে –
ভেবে মরি খোলা ছাদে,
তবু কেন এলোকেশে –
বউটি আমার বিরস মুখে।
ভাবনা বাড়ে দিনে দিনে,
তবুও আমি ভাল – ।
পাত্র আমি ছিলাম ভাল,
দেখে শুনেই বিয়ে হল।
সেলাই ফোড়াই ঘরের কাজে,
অন্য কাজেও মন মজে ,
এখন ঊনি মনটি দিয়ে –
মাস মাইনা সংসার নিয়ে –
আলাদা থাকার রাস্তা ভাবে
এতেও আমি ভাল.........
পাত্র আমি ছিলাম ভাল,
দেখে শুনেই বিয়ে হল।