যদি সত্যি কোনদিনই বৃষ্টি না আসে,
এই ধরণিতে, ক্ষরা হবে।
গাছপালা প্রাণী কূল, মারা যাবে,
এই পৃথিবীই, ধংস হবে।
কাঁদে ধরণী, এলোচুলে এলোকেশী,
মরুতৃষায়, হাহাকার মেশে।
স্মসানপুরিতে, শুধু মড়াকান্না বেশি,
উদাসী মেঘ ভাষে আকাশে।
শ্যামলে সবুজে, রঙ হবে ধুস্র,
শীতল ছায়া হারিয়ে যাবে।
বর্ন গন্ধ হীন জলধি, শুধুই একা,
কালের গতিই স্তব্ধ হবে।
সুর্য্যের প্রখর তাপে, গ্রীষ্মের সুচনা,
বসেন্তে কোকিল ডাকবেনা।
শীতে কাঞ্চনজঙ্ঘায় বরফ হবেনা,
পঞ্জিকাই আর চাইবেনা।
যদি সত্যি সত্যিই, আসে কোনদিন!
গাছপালা প্রাণীকূল, কোথা যাবে?
কাঁদবে তো তারাই, হবেনা বংশ,
দেব দেবী পুজা, আর হবে?