তুমি দাড়িয়ে আছো ভালবাসা
এসো, কেন দূরে
জীবনের মৃত্যুর মত সত্য তুমি।
হাসি কান্না আনন্দ উদ্বেলতা
হৃদয়ের দ্বারে দ্বারে,
প্রতিটি অনু পরমানু সজীব তোমার দানে।
ভরিয়ে দাও বর্ষা মুখর জীবন নদীর
প্রতিটি ঢেউ, কুলু কুলু তানে ।
সুরের মূর্ছনায় গাইবে গান
নতুন ভোরে স্নিগ্ধ প্রান।
এসো ভালোবাসা নূপুরের ছন্দের মতো
বৃষ্টি মুখর রাতে, গোধূলির অস্তরাগে
পশ্চিমেতে ঢলে, এসো সকাল সাঁঝে।
নব আনন্দ ঘন তিমিরে
বিজন শূন্য তপ্ত দুপুরে
ক্লান্ত রজনী তমসাঘন অমানিশা য়।
এসো তুমি নব রূপে সজ্জিতা
এসো ঝর্না আবহ মূর্ছনায়
এসো ভালোবাসা, এসো।