ঝোলা বারান্দা, ব্যাল্কনিতে!
মায়া আসে রোজ বিকেলে।
আধো আলো গোধুলি বেলায়,
প্রথম প্রেমে দিনবদলের মুখ।
অন্তরে তার খেয়া বয়,
দৃষ্টি তার শেষ নয়!
মধু কন্ঠ শ্রবণে তায়,
আঁধার রজনী জোছনাময়।
অন্তরে আকাঙ্ক্ষা রয়ে যায়,
কবে ভাঙবে ধর্য্যের বাঁধ!
থামবে ঝড়? শেষহবে কবে,
অপেক্ষার আনাগোনা।
শুধু রাতের এই অন্ধকারে,
বালিশের আলিঙ্গনে যেন,
জল পড়ে পাতা নড়ে.........,
জল পড়ে পাতা নড়ে.........।