পৃথিবীর গায়ে মাটির গন্ধ
শ্যাওলা জড়ানো জন্মদাগ ।
অন্ধকারের হৃদপিন্ড থেকে
এক টুকরো উল্কা
যদি পৌঁছে দিতো
কোনো একগুঁয়ে সাহসী পাখি,
অতীতটাই পাল্টে যেত।
তার পদাঘাতে খুলে যেত মুক্তির দ্বার ,
কুয়াশাকে ভেদ করে নতুন আবিষ্কার
তোরণ সাজানো প্রজ্জ্বলিত ভবিষ্যত।
অন্ধকার সরিয়ে আলোর বান
নিত্য গৃহযুদ্ধরা হোত নির্মুল,
রূপকথা সাজিয়ে রামধনুর সিঁড়ি বেয়ে,
জাগ্ৰত জীবনের নতুন অঙ্গীকার।