বসন্ত হারিয়ে গেলো ক্রমে,
জটাজুটধারি পূরবীর নিঃসঙ্গ বিকেলে,
প্রতিক্ষ্যা শুধুই সন্ধ্যা নামার।
সেই গোধুলি লগ্নে ঝরেছিল অঝোর
ধারায় কুয়াশা, বইলো নদী হয়ে,
সন্ধ্যা শুধুই ইমন রাগের।
সুর তাল হারা গান গায় মেয়ে,
প্রকৃতিতে বাজে যে বাহার,
চোখ চেয়ে দেখে সেও মোহময়ী।
এমন নীল রঙ ভরা নীলিমার,
আগে ছিল কি কখনও!
অন্তঃসলিলা ফল্গু তটিনী,
অস্তমিত কালনাগিনীর গর্জন,
অপেক্ষ্যায় আজও শুভ্রকেশি।
কৃষ্ণ, আঙিনাতে দন্ডায়মান,
বুকে নিয়ে অনন্ত প্রেম।