মা, তোমার মাতৃক্রোড়ে,
আমিও একজন সন্তান।
আমি এক অভাগা মাত্র,
না থাকবো না চিরদিন,
তোমাদের মাঝে।
বাল্য …তারুণ্য কেটে গেছে,
দুরন্ত যৌবনও আজ,
ধুসর নীরস বৃদ্ধ ।
সূর্য্যকে আড়াল করে,
দিগন্তের বনানি যেন,
বাতাস আটকে বলে…
এবার আমায় যেতে হবে।
হয়তো আবার দেখা হবে…
কোনএক দূর সুদুরে,
আসি বন্ধু ……বিদায়।