আজ হটাৎ হাতে এলো
কলেজের কেমিস্ট্রির বই,
বইটা পেয়ে বেশ অবাক হই।
পিছনের মলাটি ছেঁড়া,
শেষের পাতায় দুটি শব্দ লেখা।
“আমি তোমার”
কে লিখেছিলো? কার হাতের লেখা?
চোখ বুজে ভাবছিলাম তার কথা,
কে এই অজানা “প্রেমিকা”?
কলেজে তো অনেক মেয়েই ছিলো,
তার মধ্যে ও-তো ছিলো।
তাকেই একবার জীজ্ঞাসা করে দেখি,
না, থাক,- ভুল বোঝে যদি।
ভেবে ভেবে পাই না কোন কূল,
তবে কী, না দেখে করেছিলাম ভুল?
ও ছাড়া আর কেউ কী ছিলো?
যার মনে আমার ছবি ছিলো?
প্রথম দেখায় ও-কেই মনে ধরে,
ওর সাথে প্রেম করেছি অনেকদিন ধরে।
ও ছাড়া আর কেউতো মনের কোনে নাই,
ও ছাড়া আর কাউকে ভালোবাসি নাই।
এমনি করে কাটল এনেকক্ষন,
হটাৎ করে ঘটলো অঘটন।
হাত থেকে পরে কাপটা হলো টুকরো,
ঠিক এই সময়ে সে এসে ঢুকল।
নতুন কাপটা কী করে ভাঙলে?
আরে-এ এই বইটা কোথায় তুমি পেলে?
পিছন থেকে গলা জড়িয়ে ধরলো,
আনন্দেতে গালের ওপর একটা চুম্বন দিলো।  
আজকে নয়, এটা অনেক দিনের স্মৃতি,
এই খানেতেই প্রথম “ভালোবাসা” লিখি।
অবাক হয়ে বলি- তুমি লিখেছিলে?
আশ্চর্য! তোমার লেখা কেমনে গেলাম ভুলে?
কার লেখা? এটাই ভাবছিলাম,
হাত থেকে ফেলে কাপটা ভেঙ্গে দিলাম।
আজ তাই তোমার প্রথম প্রেমপত্র পেলাম,
কাছে টেনে তাকে গভীর চুম্বন দিলাম।
==বিবি==