আজ প্রায় এক যুগ পর দেখা
কেমন আছো শ্রীলেখা?
তখন ছিলে ছিপ-ছিপে রোগা,
মনে পড়ে? রবীন্দ্র-সদনে হয়েছিলো দেখা।
তোমাকে মনে হয়েছিলো প্রতিবাদী একজন,
কেনো যে তুমি করলে এমন?
সেদিন বলেছিলাম আমার মনের কথা,
তুমিও-তো মেনে নিয়েছিলে তা।
দু’টি বছর কাটিয়ে ছিলাম মোরা,
হেসে-খেলে, কতো যায়গায় ঘোরা।
কেনো তবে ন’বছর আগে,
মুখের ওপর  বন্ধ করে দিলে দরজা?
আমি অনাথ আশ্রমের বলে?
না কী ওকে পেয়ে গেলে?
সে সব, কবে-ই গেছি ভুলে।
যাক সে, বলো কেমন আছো?
একটু যেনো স্থূল হয়ে গেছো।
আজ তোমায় লাগছে বেশ ভালো,
শাঁখা-সিঁদুরে তোমার মুখ করেছে আলো।
আমার কথা নাইবা আজ শুনলে,
তাহলে,--ঠিক চিনতে পারলে?  
কতদিন পরে তোমার কথা কানে এলো,
গলার স্বর বড়ো মধুর লাগলো।
তোমার গানের সুরের মতো লাগলো,
কী বললে? আর একবার বলো ---  
বাঁশির শব্দে ঘুমটা ভেঙ্গে গেলো,
চেয়ে দেখি আমার ট্রেনটি এলো।
রোজের মতোই এটাও সেই স্বপ্নটা,
আসলে, “শ্রীলেখা”-- শুধুই কল্পনা।
==বিবি==