তার দুহাতের মধ্যে তোমার মুখ,
চোখ হয়ে আছে ফল্গু নদী,
একটু খানি ভরসায়, দেখা দেবে বান,
ঠোঁটে তোমার থর থর কম্পন,
হয়তো কিছু না বলার কারণ।
তোমার কিছু বলার আগেই
সে ছুঁয়ে দেয় ঠোঁট।
তুমি দুহাতে আঁকড়ে ধরো
আরও তাকে নিবিড় করো।  
হটাৎ, বাঁধ তোমার ভাঙ্গে,
নয়নে তোমার সহস্রধারা নামে।
দেখে তার মন আকুল করে,
নয়নে তোমার চুম্বন করে বলে,
সুখ পাবে আমার কাছে এলে।
কেঁদো না আর, আমার বুকে এসো,
আমি তোমায় অশেষ শান্তি দেবো।
এখন শিশির ভেজা সবুজ ঘাসে
শয়ন তুমি করো,
ধীরে ধীরে  নয়ন বন্ধ করো।
এখনই তোমায় স্বর্গীয় সুখ দেবো,
আমি তোমায় নিবিড় করে পাবো।
দুহাতে আমার জড়িয়ে ধরো গলা,
এখন-ই, তোমার বন্ধ হবে কথা বলা।
তোমার শরীরের সব কিছু কেরে নেবো,
তারপর, তোমায় আমি মরণ এনে দেবো।
কতদিন কতভাবে, আমায় তুমি চেয়েছ,
আগে না হয়, আজ তো আমাকে পেয়েছ।
এখনও কী চিনতে আমায় পেরেছ?
আমি তোমার ভালোবাসা নয়,
আমি তোমার জীবনের শেষ সময়।
==বিবি==