কতকাল-- আর কতকাল শুয়ে থাকবে তুমি?
কতকাল -- আর কতকাল স্বপ্নের স্মৃতির ভেতর
ডুবে থাকবে তুমি?
কতকাল আর কতকাল মুখ লোকাবে তুমি?
কতদিন আর কতদিন গোলামি করবে তুমি?
কতদিন আর কতদিন
প্রেয়সীকে নরকে পাঠাবে তুমি?
কতদিন আর কতদিন
সহোদরাকে পাঠাবে ওদের
সুসজ্জিত পালঙ্কের ‘পর?
একটু একটু করে কেরে নিয়েছে
তোমার শৈশব আর যুবকাল
একটু একটু করে নিমজ্জিত হবে
পাঁকের অতল তল।
চেয়ে দেখো মিছিল চলেছে
এই অন্যায়ের প্রতিবাদে
কত শত যুবক যুবতী
দৃপ্ত পায়ে, উত্তলিত মুঠি।
শিয়রে তোমার প্রেয়সী কাঁদে
দুয়ারে তোমার সহোদরা কাঁদে।
মুছাতে হবে সেই অশ্রু ধারা
যদি বয়ে যায় যাক
তোমার দেহের রক্ত ধারা।
এতদিন তারা অনেক নিয়েছে
দুহাত ভরে শুধু শূন্যতা দিয়েছে,
ফিরিয়ে নেবার সময় হয়েছে
বিবেক তোমায় ডাক দিয়েছে
ওই দেখো নতুন ভোরের সূর্য উঠেছে।
==বিবি==