জানি চলে যাবো একদিন
এই সুন্দর পৃথিবী ছেরে।
যেতে হবে তোমার
বাহুডোর খুলে।
যেতে হবে সব কিছু ছেরে
মোহ জাল ছিঁড়ে।
আবার আসবো ফিরে,
অন্য মায়ের কোলে
নতুন জন্ম লয়ে।
হয়তো চরুই,
অথবা শালিক,
নয়তো গাঙচিল হয়ে।
জানি চলে যাবো একদিন
এই সুন্দর পৃথিবী ছেরে।
উড়ে যাবো অসীমে
দুজনে ডানা মেলে।
সাঁঝবেলায় ফিরবো আবার
আমাদের সুখের নীড়ে।
তখনো কী বাসিবে মোরে,
এমনি করে ভালো?
সেদিনও কী আসিবে তারা
চিল, শকুন হয়ে,
আমাদের ভালোবাসার
চির শত্রু হয়ে?
জানি চলে যাবো একদিন
এই সুন্দর পৃথিবী ছেরে।
==বিবি==