প্রকৃতির পালকী


নীলাকাশে সাদা মেঘের ভেলা,  
দুলে চলে যেমন মনের খেয়ালা।  
সবুজ ঘাসে শিশিরের গা,  
প্রকৃতি হাসে, বলে, "এসো না, হে প্রিয়া!"  

পাখিরা গায় মধুর গান,  
রোদ্দুর ছুঁয়ে দেয় প্রাণ।  
পাহাড়, নদী, গাছের ছায়া—  
সব মিলিয়ে এক স্বপ্নমায়া।  

ফুলের গন্ধে ঘুম আসে চোখে,  
প্রকৃতির কোলে সময় থেমে থাকে।  
এই তো জীবন, এই তো ধন,  
প্রকৃতিই শান্তির আসল কণ্ঠস্বর।