নতুন দিনের নাম — পহেলা বৈশাখ

আকাশজুড়ে লাল সূর্য ওঠে, কপালে টেনে রাখ,
আজ যে এসেছে নতুন দিনের নাম — পহেলা বৈশাখ।
মাটির গন্ধে বাজে এক মায়াবী সুর,
ঘুড়ির রঙে লেখা হয় — “এসো, শুরু হোক পথচলার শুরু”।

পান্তা-ইলিশের সাথে হাসে পুরোনো প্রাণ,
আলপনায় আঁকা স্বপ্নগুলোয় ফিরে আসে জান।
মেলার ভিড়ে হারিয়ে যায় শিশুরা,
নাটক, গান, আর কবিতা হয়ে বাজে বাঁশির সুরেরা।

মাঝে মাঝে চোখে ভাসে ফেলে আসা দিন,
বাবার হাত ধরে মেলায় যাওয়া — চেনা সেই স্মৃতিচিন।
তবু আজও বৈশাখ আসে বুক ভরে রোদ নিয়ে,
শুধু বলে — “পুরোনো ভুলে যাও, এসো নতুন কিছু নিয়ে”।

নতুন বছর, নতুন খাতা — লেখো আবার ভালোবাসা,
এই বৈশাখেই হোক সব অভিমান ভাঙার সাহস আর আশা।
যে রোদে রাঙে গ্রাম-শহর, পলাশ গাছে আগুনের রেখা,
সেই রোদেই জ্বলে উঠুক স্বপ্ন — পহেলা বৈশাখের দেখা।