তুমি চাইলে–
ছাড়তেও পারি শীতের রাত্রে লেপের উষ্ণ আরাম,
লেপের পুরোটা তোমাকেই দিয়ে বাধাতেও পারি ব্যারাম।

তুমি চাইলে–
বানাতেও পারি শীতের ভোরেতে গরম চা বা কফি,
তোমার জন্যে পুরো এক কাপ, আমার জন্যে হাফ-ই।

তুমি চাইলে–
চড়তেও পারি গাছ মগডালে আনতে পাখির ছানা,
হাত-পা ভাঙলে হাসপাতালে তো ভর্তির নেই মানা।

তুমি চাইলে–
ছাড়তেও পারি প্রিয় খাদ্যটা, মাংস অথবা রাবড়ি;
রাখতেও পারি ফ্রেঞ্চকাট দাড়ি, কিংবা চুল বাবরি।

তুমি চাইলেও–
পারব না শুধু কবিতা লেখাটা ছাড়তে,
তোমাকেই তবু চাই পেতে শুধু কবিতা লেখার শর্তে।
                     —০০০—