আঠারো বসন্ত আজ দ্বারে,
হাতছানি দেয় বারেবারে ;
কেমনে ফিরাবো নাহি জানি,
একুশের অগ্নিশিখা আমি।
দগ্ধ করিবে জানি দাবানল;
নিবারিব উত্তাপ, নাহি হেন বল-
পুড়িবে সত্ত্বা সব প্রবল উত্তাপে,
ভস্মাবশেষ শুধু থাকিবে সন্তাপে।
পবিত্র অশ্রুজলে ধুয়ে যাবে গ্লানি,
বর্ষণে শীতল হবে তপ্ত ফাল্গুনী।
—ooo—