শ্রাবণ, তুমি কেমনতরো ? সারাটা দিন শুধুই ঝরো,
একটুও কি নেইকো তোমার ক্লান্তি?
একটি বেলা বৃষ্টি দিও সাঁঝবেলাতে ফের ভিজিয়ো,
মাঝখানেতে দিও একটু ক্ষান্তি।
শ্রাবণ, তুমি আজ সারাদিন ঝরছো শুধুই রিমঝিম ঝিম
এমন কাজ কি বল তোমার সাজে?
উঠবে না কি সূয্যিমামা, পরবো বুঝি ভিজে জামা?
যাব না কি বাইরে কোন কাজে?
তোমার কষ্ট বুঝতে পারি, দেখে তোমার মুখটা হাঁড়ি,
কি যে করি এ তো আমার বরাত।
দিলেও বৃষ্টি বেশি বেশি, না দিলেও আমিই দোষী
এ যে দেখি, শাঁখের করাত।
শাঁওনের বৃষ্টি নিয়ে, শাঁওন রাতের কোল ভাসিয়ে
কত কবি লিখেছেন যে কাব্য,
মজেন তাঁরা বর্ষা প্রেমে, বলছো তুমি যেতে থেমে
বল দেখি, কার কথাটি ভাববো?
—০০০—