শিউলি সকাল, শিউলি সকাল–
শিশির ভেজা মিষ্টি সকাল।
নীল আকাশ বৃষ্টি-ধোয়া
কাশবন আকাশ-ছোঁয়া ।
পেঁজা তুলোর সাদা মেঘে
হাজার ছবি উঠছে জেগে–
বাঘ, সিংহ, হাতি, গাছে,
সাথে দুগ্গা, অসুর আছে ।
সবুজ ধানের ক্ষেতে ঢেউ,
আলের পথে যাচ্ছে কেউ;
পদ্মে ভরা দীঘির জল;
চল, পদ্ম তুলবি চল ।
পূজোর গন্ধে মাতাল বাতাস,
সোনা রোদে ভরছে আকাশ।
ঠাকুর দালান উঠছে সেজে,
ঢাকের বাদ্যি উঠল বেজে;
মা আসছেন, তৈরি হও;
আগমনীর গান তো গাও।
         —০০০—