বৈশাখ-জৈষ্ঠ্যে আম, জাম, জামরুল;
তার সাথে বাঙালির রবীন্দ্র-নজরুল।
ঠিকঠাক ফল খেলে শরীরের পুষ্টি,
রবীন্দ্র- নজরুলে বাঙালির কৃষ্টি।
ফলে আছে ভিটামিন, রোগ-ব্যাধি দূর,
মন ভালো রাখে রবি- নজরুল সুর।
সুস্থ শরীর-মনে জাতি হয় বড়;
খাও ফল, শোনো গান, সুরে গান ধরো।
               —০০০—