ভালোবাসায় গড়া শহর, প্রিয় কোলকাতা;
শীতে চাদর, গ্রীষ্মে ঘাম, বর্ষাকালে ছাতা।
    প্রেমিক, প্রেমিকা অনেক তোমার – ভালোবাসে যারা তোমায়,
তারাই আবার মিছিল করে তোমার পথের গতি থামায়।
গঙ্গা পাড়ে অস্তরাগে জানায় বিদায় তোমার  দিন,
বেকার যুবক তাকিয়ে দেখে বাজিয়ে বুকে বিষাদ বীণ।
তোমার হাওয়ায় টাকা ওড়ে লক্ষ, লক্ষ, কোটি, কোটি;
মধ্যবিত্ত, গরীব ছোটে জোগাড় করতে রোজের রুটি।
কর্মক্লান্ত সফল মানুষ রঙীন সন্ধ্যা কাটায় বারে,
কাজের শেষে মজুর কোনো ঢুকছে নিজের বস্তিঘরে।
ভয়ের রাতটা ফুটপাতে কাটায় মেয়ে শ্রমজীবী,
মাতাল বরের ফুসফুসে তার বেঁধেছে বাসা রোগ টিবি।
তোমার রাতে ভিক্টোরিয়া দাঁড়িয়ে একা সঙ্গীহীন,
বহুতলের ভীড়ের মাঝে শহীদ মিনার – দৃষ্টি ক্ষীণ।
শীতের রোদে ময়দানে কেউ শুয়ে থাকে, নেই তাড়া;
তবু যৌবনে স্বপ্ন দেখায় কফি হাউস, বইপাড়া।
প্রেমের স্বপ্ন, জয়ের স্বপ্ন, স্বপ্ন আরো নতুন যুগের;
লক্ষ লক্ষ চোখের স্বপ্ন–সুস্থ একটি জীবন সুখের।
                      —০০০—