বলছি শোনো পাত্রী কেমন – দেখতে কিন্তু খাসা;
তবে তার মাথার চুলে লাখো উকুনের বাসা।
মাথা ভর্তি অমন চুল কালো এক ঢাল,
থাকবে না তো কোথায় যাবে ওই উকুনের পাল?
চোখ দুটো তার টানাটানা, যেন পটলচেরা;
কী যায় আসে, হোলোই বা সে একটুখানি ট্যারা।
নাকটা তার একটুখানি বেশিরকম বোঁচা,
বোঁচাই ভালো, লাগবে না তো সরু নাকের খোঁচা।
রঙটা তার কালো করে মোটের উপর ফর্সা,
মেকাপ করে আসে নি যে আছে কি তার ভরসা?
যদিও সে একটুখানি  মোটা করে রোগা,
দেখেই যেন মনে হয় নানান রোগে ভোগা।
চেহারাটা মন্দ নয়, লম্বা করে বেঁটে;
বুঝবে কেমন দেখায় তাকে, আসবে যখন হেঁটে।
সব মেয়ে কি ডাকসাইটে সুন্দরী হয়, ভাই?
তারও বিয়ের সাধ তো হয়, বর তো একটা চাই।
                     —০০০—