ও মেয়ে, তুই ঘুমিয়ে আছিস কষ্ট অনেক পেয়ে,
তুই ঘুমিয়ে জাগিয়ে দিলি লক্ষ কোটি মেয়ে।
শক্তি হয়ে আসুক তারা ভুলিয়ে সকল শোক,
দশভূজা দূর্গা এবার লক্ষভূজা হোক।
লক্ষ হাতের অস্ত্রে হবে লক্ষ অসুর বধ,
পদতলে করুক নত দুর্নীতির ওই পদ।
শীর্ষে যারা, অন্ধ যারা পদের মোহে, লোভে;
হবেই তারা পদানত আগুন-ঝরা ক্ষোভে।
ও মেয়েরা, ও মায়েরা – চল্, এগিয়ে চল্ !
সমাজ তোদের সঙ্গে আছে– সরবে জগদ্দল।
—০০০—