চায় না কবি রক্তনদী,
চায় না কবি লাশ পাহাড়।
কবির চাওয়া ফুলের সাগর,
কবির চাওয়া সুর বাহার।।
চায় না কবি হিংসা, ঘৃণা;
চায় না কবি ঈর্ষা, রাগ।
কবির চাওয়া দয়া, মায়া,
ভালবাসা, প্রেম, অনুরাগ।।
কবি খোঁজে সন্ধ্যারাগ,
আর কবি খোঁজে ঊষার আলো।
চায় না কবি যুদ্ধ, লড়াই;
চাইছে কবি সবার ভালো।।
—০০০—