প্রণাম তোমায় ভবানীদা-- যাদুকর ছন্দের;
লেখনী তোমার যাদুদণ্ড, কথার চাবুক মন্দের।
অবলীলায় করেছ খেলা ছন্দ, বাণী নিয়ে;
রসে রসিয়ে তোমার লেখনী রেখেছে মজায় মজিয়ে।
সুযোগ পাবে না ভুতেরা আর তোমায় করতে সাবাড়,
সুযোগ পাবে না তোমার রক্তে কোল্ড-ড্রিঙ্কসটা খাবার।
ঠিকই বলেছ, “আমার ছেলের বাংলাটা ঠিক আসে না”;
বাঙালির ছেলে বাংলা জানে না, তাই শুনে কেউ হাসে না।
বাংলা এখন প্রজার ভাষা, ভেজাল মাতৃদুগ্ধ;
বাঙালি তাই বাংলা ভুলেছে, রাজভাষাতেই মুগ্ধ।
বাংলা ভাষার দুর্দশাতে কষ্ট অনেক পেলে;
শ্রদ্ধা জানাই তোমায় শুধু চোখের জল তো ফেলে।
—০০০—