‘কাজ করি’ ভাবলেই আসে নানা বিঘ্ন,
সব কাজকেই তাই বলি আমি Big No.
যতই বলুক সবে আমাকে আলসে,
কাজের ভেতরে থাকা নেই মোর Pulse-এ ।
কাজ বিনে বেশ আছি, বেশ আছে মন, দেহ;
কাজ করা ভাল নয়, নেই তাতে সন্দেহ ।
যত কাজ করো তুমি, কাজ শেষ হবে কী?
কাজ করে কেজো হওয়া– ভাবনাটা সাবেকী।
তাই ঠিক করেছি–হইবো Modern,
সব কাজ ছেড়ে দিয়ে ঘুমাবো সটান।
—০০০—