নাম মোর জেনে রাখো, বলরাম গড়াই;
গায়ে খুব বল তবু, করিনাকো বড়াই।
গণ্ডার মেরেছিনু ছুঁড়ে এক গুলতি;
শুনে ওরা বলেছিল আমি নাকি গুল দি’।
দুই হাতে ধরেছিনু বিশ ফুট সাপরে;
ওরা শুনে বলেছিল,‘‘তাই নাকি? বাপ রে”!
হাতিটাকে ছুঁড়েছিনু শুঁড় ধরে ঘুরিয়ে,
পড়েছিল হাতি গিয়ে দুমাইল ছাড়িয়ে।
দুই হাতে চিরে দিনু কুমীরের চোয়াল,
যেন গোটা মাছ সেটা আস্তই বোয়াল।
বাঘের পিঠেতে চড়ে যাই আমি বাজারে,
নেশা ভাং করি নাকো, খাই না তো গাঁজা রে।
সিংহের কেশর ধরে জড়াই গলাতে,
অভ্যাস নেই মোর মিছে কথা বলাতে।
আরো কী কী পারি আমি, চাও নাকি শুনতে?
রোসো তবে, শুরু কর এক - দুই গুনতে।
—০০০—