বাগানে ফুটেছে নানান রঙের অনেক গোলাপ ফুল;
হ্যাট-কোট পরা সাহেব দেখিয়া কহিল, ‘বিউটিফুল’।
ক্রমে ক্রমে রটে সে বারতা সারা পাড়াময় চারিদিক;
সাহেব, গোলাপ– কোনটা দেখিতে, বলিতে পারি না ঠিক
ভিড় জমে গেল বাড়ির সমুখে, বাড়িও হাউসফুল;
গোলাপ-প্রেমিক আমি ভাবি মনে, করেছি মস্ত ভুল।
ফুলের বাগান করিব না আর, সাহেব না আসে যাতে,
ছবিতে গোলাপ বাগান দেখিব ঘরেতে কিংবা ছাতে ।
                        —০০০—