হাজার কয়েক হচ্ছে পূজো, হচ্ছে বিসর্জন;
রাসায়নিক রঙে গঙ্গা করছে বিষ অর্জন।
কারখানা মালিকদেরও নেইকো কোন হুঁশ,
করছে দূষণ – করলে বারণ বলছে তারা, ‘‘ধুস!”
গঙ্গা পারের শহরগুলোর বর্জ্য মেশে জলে,
মা গঙ্গা ‘পবিত্র’ হন মানুষ, পশুর মলে।
দূষণ ভয়ে গঙ্গা ছেড়ে পালিয়েছে ইলিশ,
পদ্মা থেকে বেশি দামে কিনে তবে গিলিস।
হচ্ছে ধ্বংস পরিবেশ, ধ্বংস অর্থনীতি;
সে সব ভুলে আমরা শুধু করছি রাজনীতি।
করলে যতন গঙ্গা নদীর, বাঁচতো জাতি, দেশ
অবহেলা করে তাকে করছি মোরা শেষ।
—০০০—