গৃহেতে যখন, অথবা ভ্রমণে সাগরে কিংবা পাহাড়ে;
সবখানে আমি সর্বদা খুঁজি ‘কফির পেয়ালা’, আহা রে !
সকাল যখন কুয়াশা-ছোঁয়া, সিক্ত বিকেল বৃষ্টি-ধোয়া;
আমার অলস মুঠোয় ধরা কাপের গরম কফিতে ধোঁয়া l
গ্রীষ্মের দিনে যখন গরমে ঘামে দরদর আমি,
বরফশীতল কফির কাপেতে উষ্ণ অধরে চুমি l
দশটা-পাঁচটা অফিসে যখন ভীষণ কাজের চাপ;
ফাইলের পাশে তখনও রয়েছে একটি কফির কাপ।
বাড়িতে যখন আসে বন্ধুরা – অনেক দিনের চেনা;
আড্ডাটা জমে, তার সাথে জমে কফির কাপেতে ফেনা l
কষছি যখন জটিল অঙ্ক, বাজাই শখেতে বেহালা;
তখনও আমার পাশে থাকা চাই গরম কফির পেয়ালা l
পড়ছি যখন জীবনানন্দ; শুনছি মান্না, রফি;
চাই পাশে থাক্ বন্ধু আমার– ‘এক পেয়ালা কফি’ l
—০০০—